Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান (৬৫) যশোর জেলার বেনাপোল বন্দর এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।

জানা গেছে, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মেসার্স স্বদেশ এলপিজি ফিলিং স্টেশনের সামনে বেনাপোল থেকে কুয়াকাটা পিকনিকের উদ্দেশে আসা দুটি বাস যাত্রাবিরতি নেয়। যাত্রাবিরতি শেষে আসাদুজ্জামান নামের ওই যাত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে মহাসড়কের ওপর তাঁর মরদেহ দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের উদ্দেশে স্ত্রীসহ বেনাপোল থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে যাত্রাবিরতিতে রাস্তা পারাপারের সময় ঘন কুয়াশায় অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তাঁর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিবারের অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের