বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জালগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।
ইউএনও মো. বশির গাজী বলেন, ‘অভিযানের খবর পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে পাঁচটি বেহুন্দি জাল জব্দ করা হয় এবং জালে ধরা পড়া ছোট মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। বিকেলে জব্দকৃত জালগুলো উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।