হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির অফিস ভাঙচুর: আ.লীগ নেতা সুমন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি শপিং মল থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

সুমন সর্বশেষ জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত কর্মকর্তাও ছিলেন। 

গত ৪ আগস্ট নগরীর সদর রোডে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২২ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগের ৩৮১ জন নামধারী ও অজ্ঞাত আরও তিন শতাধিকজনকে আসামি করা হয়েছে। 

মামলার আরেক আসামি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত রোববার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই মামলায় বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার বিমল চন্দ্র শীল গত সোমবার আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় গ্রেপ্তার সুমন সেরনিয়াবাতকে আজ সকালে আদালতে তোলা হয়। বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালত তাকে তিন দিনের রিমান্ড প্রদান করেছেন।’

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০