Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দেশ বাঁচাতে এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে দেখছি না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশ বাঁচাতে এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে দেখছি না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠু হবে, চিন্তার কোনো কারণ নেই। আর দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে চোখে পড়ছে না। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আগামীতেও হবে। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

আজ শুক্রবার পটুয়াখালীর দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি  দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে।’ 

ইমরান আহমদ আরও বলেন, ‘অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেওয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায়, তা দেশে থেকেই আয় করা যায়। দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত।’ 

এ সময় স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক মো. হারুন আর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের