হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর মৃতদেহ দুই দিন পর উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল ফামিয়া আক্তার (১০)। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফামিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন গ্রামের মো. আজগর আলী মাঝির মেয়ে। তাকে শনাক্তকরণের পর চর জহীরউদ্দিন পুলিশ ফাঁড়ির পুলিশ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় ২ নং সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে পড়ে পানিতে ডুবে যায় মো. ফারুক মাঝি (৫৫) ও তার নাতনি ফামিয়া আক্তার (১০)। পরে মো. ফারুক তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল ফামিয়া আক্তার।

মো. ফারুক মাঝি বলেন, ‘ঘরে রান্না করার কিছু না থাকায় ওই দিন নাতনিকে সঙ্গে নিয়ে জাল নিয়ে মাছ শিকারে নদীতে যাই। হঠাৎ তীর ভেঙে আমরা নদীতে পড়ে যাই। কয়েক মিনিট পর আমি তীরে উঠতে পারলেও নাতনি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।’ 

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন