হোম > সারা দেশ > বরিশাল

মহাজোটের নামে জাতীয় পার্টি প্রার্থী মিথ্যাচার করছেন: টিপু সুলতান

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান। 

আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। 

হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’ 

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’ 
 
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান। 

উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।

পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ