হোম > সারা দেশ > বরিশাল

আশ্রয়কেন্দ্রে প্রথম সন্তানের মা হলেন তানজিলা

প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী): ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাইক্লোন শেল্টারে প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগীতায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হয়। অন্তঃসত্ত্বা তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরিফ। বুধবার সকালে তার স্ত্রী সন্তান প্রসব করেন।এটি তাদের প্রথম সন্তান। স্থানীয়রা জানান, পুত্র সন্তানটির নাম রাখা হয়েছে বেল্লাল।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দুজনই সুস্থ আছে। তাঁদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় তাঁরা এখনো ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ রাখছি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হালদার আজকের পত্রিকাকে জানান, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। এখন মা ও নবজাতক ভালো আছেন। চিকিৎসকেরা প্রতিমুহূর্তে মা এবং নবজাতকের খোঁজ খবর নিচ্ছেন।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন