হোম > সারা দেশ > বরিশাল

এখন দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘দুর্নীতি যে–ই করুক, এখন ধরা পড়ে যায়। কারণ, ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ভূমি অফিসে এখন দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।’ 

আজ শনিবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘ভূমি অফিসের এসি ল্যান্ড ভালো থাকলেও অফিসের অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে। এখন সবকিছু দুর্নীতি মুক্ত করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমিসংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল কম আছে, তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে জমিজমার বিষয়ে সচেতনতার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করাই এখন লক্ষ্য।’ 

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ। 

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন