Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশুরা হল, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মিজানুর রহমানের ১৫ মাস বয়সী ছেলে জিহাদ হোসেন ও উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ণ হালদারের ছেলে নীলয় হালদার (৮)। 

জানা যায়, আজ সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জিহাদ। পরে বাড়ির লোকজন পুকুর থেকে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, শিশু নীলয় হালদারও খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুর থেকে নীলয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই দুটি শিশুই মারা যায়। 

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব