Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবককে আজ মঙ্গলবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

ওসি মাজহারুল ইসলাম বলেন, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রী (১৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকিরসহ (১৮) তাঁর সহযোগীরা। সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল ঢাকার কামরাঙ্গীরচর থানা-পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে নিরব ফকিরকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাঁদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, গ্রেপ্তার নিরব ফকিরকে আজ (মঙ্গলবার) সকালে বরিশাল আদালতে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা