নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৭০ বছরের পুরোনো দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাসের জায়গা নিয়ে মামলা চলছে। এর মধ্যে একটি পক্ষ পরিত্যক্ত ছাত্রীনিবাসের সাইনবোর্ডের ওপরে নিজেদের একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এতে বাধা দেওয়ায় গত শুক্রবার কলেজের প্রধান সহকারীকে নাজেহাল করে দখলবাজেরা।
কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, ছুটির সুযোগ নিয়ে ২৫ শতাংশের ওপর গড়ে ওঠা ছাত্রীনিবাসটি দখল করার চেষ্টা করেছে একটি পক্ষ। এ নিয়ে ৭০ বছর ধরে মামলা চলমান রয়েছে।
ছাত্রীনিবাসের কেয়ারটেকার রেজাউল করিম বলেন, কলেজের সামনের কিছু লোক শুক্রবার এসে দেবেন্দ্র ভবনের সাইনবোর্ডের ওপর আরেকটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। হাবিব ও রাব্বি এসে এটি মাপজোখ করে দখল করার চেষ্টা করছেন।
রেজাউলের ছেলে সোহেল ও রাসেল বলেন, শুক্রবার বাইরের লোকজন এসে তাঁদের ২ দিনের মধ্যে হোস্টেল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।
অভিযুক্ত হাবিব বলেন, এই জমির মূল মালিক বিএম কলেজ। এরপরে কয়েক হাত বদল হয়ে ১৯৫৬ সালে তাঁর (হাবিব) বাবা আব্দুস সোবাহান মধুসদন নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি দলিল করে নেন। বিএম কলেজ এত দিন অবৈধভাবে দখল করেছিল।
অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলাম বলেন, ছাত্রীনিবাস দখলের পরপরই তাঁরা সেখানে লোক পাঠান। এখন আইনি প্রক্রিয়ায় যাবে। হোস্টেলটি পরিত্যক্ত ছিল। এ নিয়ে মামলা চলছে।