Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

ঝালকাঠি প্রতিনিধি

অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকসহ আরও দুজন। 

আজ সোমবার ভোর ৫টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

নিহতেরা হলেন রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তাঁর মেয়ে ছোয়ামনি (১৭)। এ ঘটনায় নিহতের স্বামী ফিরোজ খানও আহত হয়েছেন। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। 

আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যান। 

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ভাঙ্গারি মালামালসহ একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা থেকে বরিশাল যাচ্ছিল। বরিশাল থেকে ঝালকাঠিগামী অটোরিকশা অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ চারজন যাত্রীর আহত হয়। তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুজন মারা যান। 

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নেছারাবাদে সরকারি মালামাল দিয়ে নিজ বাড়ির সামনে লোহার সেতু নির্মাণ

হিজলায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত