ভোলা প্রতিনিধি
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’—এই স্লোগানে ভোলায় শুরু হয়েছে মানবতার দেয়াল। ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ সেবায় উদ্বুদ্ধ হয়ে দুস্থ-অসহায় মানুষের অন্য-বস্ত্রের সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠন দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা (বিবা) এই কার্যক্রম শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভোকেশনাল রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
কাউন্সিলর মাইনুল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের ভোলার সম্পাদক মো. শওকাত হোসেন বক্তৃতা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন পোশাক মানবতার দেয়ালে তুলে দেন। মানবতার দেয়ালে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক অসহায় দরিদ্র মানুষ বিনা পয়সায় নিয়ে যায়।
এ সময় মানবতার দেয়ালে বেশ কয়েকজন দরিদ্র নারী-পুরুষ তাঁদের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, ২০২১ সাল থেকে করোনাকালে এই স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। ওই সময় করোনায় ভোলায় অনেক অসহায় দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ে। সেই সব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজি বিতরণ করা হয়।