কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হোটেল ঝিলিকের ২০৫ নম্বর কক্ষের বদ্ধ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সকালে স্বামী স্ত্রী পরিচয়ে এক পুরুষ ব্যক্তিকে নিয়ে ওই হোটেলে ওঠেন ওই তরুণী। পরে শনিবার সকাল থেকে ওই হোটেল কক্ষ বন্ধ থাকায় ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কক্ষের দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পরিচয়দানকারী ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ছাড়া তরুণীর পরিচয় শনাক্ত করাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।