হোম > সারা দেশ > বরিশাল

সহিংসতার অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ওরফে নাইয়া কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন সোহেলের ওপর হামলা, তাঁর বাড়ি ভাঙচুর ও হুমকি-ধমকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে হুমায়ুন কবিরের ছেলে ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক দাবি করেন, ‘আমার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘আমরা হুমায়ূন কবিরের অব্যাহতির চিঠি পেয়েছি। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন