বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেতাগীসহ জেলায় সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তবে এ নির্বাচনে ভোটারদের চেয়ে ভোটকেন্দ্র এলাকায় প্রার্থীর সমর্থকদের উপস্থিতি বেশি। এতে বিপাকে পড়তে হচ্ছে ভোটারদের।
সরেজমিনে বেতাগী উপজেলার একমাত্র ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, পৌর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে কেন্দ্রের মূল গেট ও আশপাশে বিপুলসংখ্যক প্রার্থীদের কর্মী সমর্থকেরা অবস্থান নিয়েছেন। এ কারণে কেন্দ্রে প্রবেশে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোটারদের।
ভোটাররা জানান, জেলা পরিষদ নির্বাচনে তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। কিন্তু কেন্দ্র এলাকায় প্রচুর কর্মী সমর্থক অবস্থান করেছে। এতে তাঁদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র এবং আশপাশে পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা কর্মরত আছেন।