ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ যাত্রী নিয়ে চরে আটকে গেছে। এমভি অথৈ-১ নামের লঞ্চটি বরগুনার চল্লিশ কাহনিয়া ঘাটের কাছে আজ শুক্রবার ভোররাতে চরে আটকে যায়।
এ ঘটনায় বিপাকে পড়ে ঈদ উপলক্ষে ঘরমুখী শত শত যাত্রী। তাদের অভিযোগ, চালকের অদক্ষতার কারণেই লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।
যাত্রীদের সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে লঞ্চটির প্রায় ৮০ শতাংশ অংশ চরের ওপরে উঠে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এমভি রয়েল ক্রুজ-২ নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরগুনার পথে রওনা দেয়। তবে দুটি লঞ্চের যাত্রী একটি লঞ্চে বহন করায় রয়েল ক্রুজ-২ খুব ধীর গতিতে চলছিল।
বরগুনা ঘাটের পরিচালক এনায়েত হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে দুটি লঞ্চ এমভি অথৈ-১ এবং রয়েল ক্রুজ-২ বরগুনা উদ্দেশে রওনা দেয়। পথে হয়তো কুয়াশার কারণে এমভি অথৈ-১ বিষখালী নদীর চরে আটকে পড়ে। পরে সকালে অন্য লঞ্চটি ঘটনাস্থল থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।