হোম > সারা দেশ > বরিশাল

বিসিসির ৬ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলা, অর্থ আত্মসাৎ এবং উৎকোচ গ্রহণের অভিযোগে আজ সোমবার তাঁদের বরখাস্ত করা হয়। করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরখাস্ত ৬ জন হলেন বিসিসির সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন, কার্যসহকারী (অস্থায়ী) শাহ জালাল, কর আদায় সহকারী নূর হোসেন ও শাহিন হোসেন। 

জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, নগরের ধান গবেষণা-সংলগ্ন সড়কে নির্মাণকাজের মান খারাপ হলেও দায়িত্বরতরা সঠিকভাবে দেখভাল করেননি। এ কারণে সহকারী প্রকৌশলী বাকি উল্লাহ, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর শাওন আকন, কার্য সহকারী শাহ জালালকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া নগরের ৫ নম্বর ওয়ার্ডের একটি হোল্ডিং নম্বরের অনুকূলে গ্রাহকের কাছ থেকে ২ অর্থবছরের জমা টাকা আত্মসাৎ করেন কর আদায় সহকারী নূর হোসেন। এই অভিযোগে তাঁকেও চাকরিচ্যুত করা হয়। অপরদিকে ৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির কাছ থেকে হোল্ডিংয় ট্যাক্স বাবদ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা অবৈধভাবে আদায় করেন। যে কারণে তাঁকেও বরখাস্ত করা হয়। 

এদিকে বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন করিয়ে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আকাশ নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ