Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ মরদেহ উদ্ধার  

ঝালকাঠি প্রতিনিধি

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ মরদেহ উদ্ধার  

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় ৭২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফায়ার সার্ভিসের কর্মীরা  জানিয়ছেন, উদ্ধার হওয়া ৩০ মরদেহের মধ্যে ৪টি মরদেহ নদী থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বাকি ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে জাহাজের ভেতর থেকে। এদের বেশির ভাগই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বরিশাল বিভাগের উপপরিচালক জনাব কামাল উদ্দিন ভূঁইয়া।

বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছেলঞ্চটি ঢাকা থেকে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় এলে গত রাত ৩টার দিকে ইঞ্জিনরুম থেকে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিল বলে জানা গেছে। 

ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। এখনো ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে।    

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। দগ্ধ যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪