Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: নুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: নুর
গণঅধিকার পরিষদের বরিশাল জেলা ও মহানগর কর্মিসভায় দলের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত কয়েক দিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে যাঁরা কলকাঠি নাড়ছেন, তাঁদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

আজ সোমবার বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের কর্মিসমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে, তখন জনগণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি, ছাত্রনেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনাসদরে গিয়েছিল। ছাত্রদের সেনাপ্রধান ডাকেননি।’

ভিপি নুর বলেন, এই গণ–অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল; যা ভুলে গেলে চলবে না। পরে তিনি কর্মিসমাবেশে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নুরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।

কুয়াকাটা সৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকেরা

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার

মুলাদীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথা-চোখে আঘাতের চিহ্ন

উৎসাহ-উদ্দীপনায় বরিশালে ঈদুল ফিতর উদ্‌যাপিত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত আরিফুলের খোঁজ নিলেন ইউএনও

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

বরিশালে দুই শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি