Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পবিপ্রবির উপপরিচালক নিহত

ঝালকাঠি ও দশমিনা প্রতিনিধি

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পবিপ্রবির উপপরিচালক নিহত
মো. আবু হানিফ। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. আবু হানিফ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ী এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ছিলেন। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে। দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এই শারীরিক শিক্ষক বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পটুয়াখালী রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর হেলমেটের ভেতরে কানের সঙ্গে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। হয়তো কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক

রমজানে সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

ভোলার ১০ গ্রামে শুরু পবিত্র মাহে রমজান

বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার