পটুয়াখালী প্রতিনিধি
দুদিনের সরকারি সফরে পটুয়াখালী জেলায় গিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার সকালে তিনি পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পটুয়াখালী-১ আসনের সাংসদ শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর মন্ত্রী সেখান থেকে কলাপাড়ায় যান। সেখানে বিএফআরআই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস ও গবেষণাগার ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে বিএফডিসি এর নবনির্মিত আলীপুর এবং মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, আজ সোমবার মন্ত্রী কুয়াকাটায় থাকবেন এবং আগামীকাল সকালে মন্ত্রী বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা ত্যাগ করবেন।