বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনালসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। টার্মিনালের বিআরটিসি বাস ডিপোর পাশের ওই পুকুর থেকে আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘পুকুরে লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। আমরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে মৃত নারী মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে ছিলেন।’