হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে বাসচাপায় ২ বোন নিহত, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের আধাঁঝুড়ি এলাকায় বাসচাপায় দুই সহোদর বোন নিহত হয়েছেন। তাঁদের এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার আধাঁঝুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও মারিয়া খানম (১১)। এ সময় তাঁদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মামি শাহিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার আধাঁঝুড়ি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। দ্রুত মারিয়া ও মঞ্জুরুলকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পথে মারিয়া মারা যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। এ ছাড়া অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইমাদ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন