Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে পাওয়া মদের বোতল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, উপজেলা মৎস্য অফিসে বসে দীর্ঘদিন ধরে মদ্য পান করছেন অফিসের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে অফিসে বসে পান করে রাখা ম্যাজিক মোমেন্ট (গ্রিন ভদকা) নামের একটি মদের বোতল পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসে এ ধরনের কার্যকলাপ চালাচ্ছিলেন অসাধু কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহল জানায়, কোনো সরকারি অফিসে এভাবে মদের ব্যবহার মেনে নেওয়া যায় না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

জানতে চাইলে মৎস্য অফিসের অফিস সহায়ক মো. রাজিব হোসেন কর্মকর্তাদের দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেন, ‘আমি একটি ভাঙারি দোকান থেকে পানি খাওয়ার জন্য মদের বোতলটি এনেছি। তবে এখনো বোতলটি ব্যবহার করা হয়নি।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক আজকের পত্রিকাকে বলেন, অফিসে মদের বোতল থাকা কোনোভাবেই কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের