হোম > সারা দেশ > পটুয়াখালী

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল জাহাজ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে এসেছে দ্বিতীয় জাহাজ। পানামার পতাকাবাহী এমভি পাভো ব্রেভ ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে গতকাল শনিবার মধ্যরাতে পায়রা বন্দরে ভিড়ে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের ইনার চ্যানেলে ভিড়লে লাইটারেজ পদ্ধতিতে কয়লা খালাস শুরু হয়।

২০ দিন উৎপাদন বন্ধ থাকার পর তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি। এর আগে গত ২২ জুন এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে আসে।

জার্জিস তালুকদার আরও বলেন, ‘সকাল ১০টার পর থেকে ছোট জাহাজে কয়লা খালাস শুরু হয়েছে। এখান থেকে ৫ হাজার টন কয়লা খালাস করা হলে রাতেই তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভ্যাসেলটি নোঙর করবে।’

গত ৫ জুন থেকে কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। এরপর কয়লা এলে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে যায়। দুই জাহাজ মিলে এলে মোট ৭৭ হাজার ৭৭৭ টন কয়লা এসেছে। আগামী ৫ জুলাই তৃতীয় জাহাজ আসার কথা রয়েছে।

পূর্ণ ক্ষমতায় চললে এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়।

বিসিপিসিএলের নির্বাহী প্রকৌশলী জার্জিস বলেন, এর মধ্যে আসা দুটি জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।

 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ