হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে ককটেল বিস্ফোরণ, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না জানান, মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা–কর্মীদের জরুরি সভা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ করে। এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, ‘কয়েকজন কমিশনারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা শহিদ খানের বাড়িতে গিয়ে ককটেল ফাটায়। অথচ সেই ঘটনায় বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৮ সালে যেভাবে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়, ঠিক সেভাবেই আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।’ 

বোহরানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় উপজেলার পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি বোরহানউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১৩ জন বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়। 

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০