Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষার্থীদের বাধায় যোগ দিতে পারলেন না বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের বাধায় যোগ দিতে পারলেন না বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব
সোমবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা বোর্ডে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করায় সচিব ড. ফাতেমা হেরেন যোগ দিতে পারেননি।

বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। তাঁরা ড. ফাতেমাকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে সচিব হিসেবে নিয়োগের আদেশ বাতিলের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড চেয়ারম্যান বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছেন।

এর আগে ড. ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করলেও ছাত্রদের বাধায় বাতিল হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাঁকে প্রতিহত করেছি। বোর্ডে আবার সচিব হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের আদেশ বাতিল করতে হবে।

তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান তাঁদের সামনে ফোনকল করে ড. হেরেনকে বলেছেন, তাঁর নির্দেশনা ছাড়া যেন তিনি বোর্ডে না আসেন। শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারকেও জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ছাত্র সমন্বয়কেরা তাঁর কার্যালয়ে এসেছিলেন। তাঁরা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। তিনি ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানিয়েছেন।

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, ড. ফাতেমা এখন পর্যন্ত যোগদান করতে আসেননি। তবে তাঁকে ফোনকল করেছিলেন।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের