পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান) তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহা. হেলাল উদ্দিন এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দণ্ডবিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন। আজ বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আজ তিনি পিরোজপুরে করা মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পান এবং মামলাটি খারিজ হয়ে যায়।