হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৩১ আগস্ট আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা নিহার কীর্ত্তনিয়া। মামলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও বারপাইকা গ্রামের নিপুল কীর্ত্তনিয়া বারপাইকা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৫ জন আহত হন।

হামলা ও সংঘর্ষে নিপুল কীর্ত্তনিয়া, নিহার কীর্ত্তনিয়া, আশীষ বৈদ্য, বিজন বিশ্বাস ও জয় বিশ্বাস গুরুতর আহত হন। তারা সবাই যুবলীগ ও ছাত্রলীগে রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে আহত চারজনকে ওই সময় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়ার ভাই যুবলীগ সদস্য নিহার কীর্ত্তনিয়া বাদী হয়ে গত ৩১ আগস্ট শনিবার আগৈলঝাড়া থানায় সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে।

মামলায় রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রিপন শাহ, যুবদল সদস্য মিরাজ শাহ, রাজিব শাহ, হিমেল শাহসহ ১১ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।

ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রিপন শাহ বলেন, সংঘর্ষের ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়া মারধরের ঘটনা জানালে আমি তাকে উপযুক্ত বিচারের আশ্বাস দেই। অথচ আমি হামলা-সংঘর্ষের সময় ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হয়েছি। এখানে সংঘর্ষের সময় যারা উপস্থিত ছিল তাদের আসামি করা হয়নি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ওয়ার্ড যুবলীগ সভাপতি নিপুল কীর্ত্তনিয়ার ভাই নিহার কীর্ত্তনিয়া বাদী হয়ে গত ৩১ আগষ্ট আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মামলায় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ