Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজির অভিযোগ: রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি 

চাঁদাবাজির অভিযোগ: রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত
রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর সন্তোষজনক জবাব না পাওয়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি)  বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পরে আমরা তাঁকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের