Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পিটিয়ে চোখ তুলে যুবককে পুলিশে দিল জনতা

ভোলা সংবাদদাতা

পিটিয়ে চোখ তুলে যুবককে পুলিশে দিল জনতা
প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে।

হাসান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রতন মাঝির ছেলে। তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে আহত হাসান স্থানীয় হাসান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ওই সময় তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করেন হাসান। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন হাসানকে আটক করে পিটুনি দিয়ে চোখ উপড়ে ফেলে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, হাসান বখাটে যুবক। তিনি ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। এতে তাঁর প্রতি অতিষ্ঠ এলাকাবাসী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও এসআই অসীম কুমার জানান, খবর পেয়ে তাঁরা ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত হাসান বখাটে প্রকৃতির বলেও জানান ওসি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে অর্থদণ্ড

হত্যার পরিকল্পনার মামলায় কৃষক লীগের চাঁন মিয়া গ্রেপ্তার

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

মেঘনায় ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ, ১১ জেলেকে জরিমানা

ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

পবিপ্রবিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ