পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে নারিকেল গাছে ডাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসাইন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করছেন। মৃত রাসেল শেখ চরনী পত্তাশী গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেল ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছের ডগা পাশের ১১০০ ভোল্টের লাইন স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হায়দার আলী বলেন, রাসেল নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি মো. মারুফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।