হোম > সারা দেশ > বরিশাল

ঘের দখল নিয়ে বিরোধ: উজিরপুরে আ.লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাছের ঘের নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়।

নিহত দুজন হলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ফিড ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার (৪০) ও তাঁর চাচাতো ভাই সাগর হাওলাদার (২৬)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার সাতলা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত পৌনে ২টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের মৃত্যু হয়। পরে সাগরও মৃত্যুবরণ করেন।

নিহত দুজনের চাচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোনাফছের হাওলাদার অভিযোগ করেন, সাতলা বাজারে ইদ্রিস একজন বড় ব্যবসায়ী। তাঁর সঙ্গে সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ১৭ মার্চ ওই মৎস্য ঘেরে রাতের আঁধারে তাঁদের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের করা মামলার আসামিরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল। বিষয়টি ইদ্রিস পরিবারকে জানিয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় দুজন মারা গেছেন। পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ