বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা।
আজ রোববার দুপুর ১২টার পর থেকে মহাসড়কে আগুন দিয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে পড়েন। মহাসড়কের নথুল্লাবাদ থেকে চৌমাথা পর্যন্ত আন্দোলনকারীদের দখলে চলে গেছে।
বেলা পৌনে ১টার দিকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ঢুকে দখল করে নেন আন্দোলনকারীরা। তাঁরা নবগ্রাম সড়কে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালান। তাঁর বাসার গেটের মধ্যে এবং সামনের সড়কে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বেলা ১১টা থেকে চৌমাথা-নবগ্রাম সড়কে ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র অবস্থান করছিল। এ সময় যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে। মারধর করা হয়ে কিছু ছাত্রকে।
তবে ছাত্র আন্দোলনকারীদের স্রোতে সরে যান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ কারণে বেলা সাড়ে ১১টার পর আর মহাসড়কে যান চলাচল করছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবগ্রাম সড়কে প্রতিমন্ত্রীর বাসার কাছাকাছি পুলিশ অবস্থান নিয়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।