হোম > সারা দেশ > পটুয়াখালী

মসজিদে মুসল্লি যাওয়া নিয়ে দ্বন্দ্বে ইউপি সদস্যর ওপর হামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জাকির হোসেন দুলাল (৫০) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত দুলাল মহিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

আহত দুলাল জানান, তিনি বারোটার দিকে মহিপুর থেকে কলাপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় চৌরাস্তা এলাকায় পৌঁছালে স্থানীয় জাকিরের নেতৃত্বে ৫-৭ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। 

তিনি আরও জানান, ৯ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে দুটি মসজিদ রয়েছে। এই দুই মসজিদে মুসল্লি যাওয়াকে কেন্দ্র করে আগে থেকেই জাকিরের সঙ্গে ইউপি সদস্য দুলালের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর। 

এ বিষয়ে জাকির হোসেন বলেন, মসজিদ নিয়ে দুলালের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে পাশাপাশি দুটি মসজিদ হওয়ায় নিজের বাড়ির মসজিদের মুসল্লিদের দুলাল সরকারি ত্রাণ সহায়তা দেন। অন্য মসজিদে যারা যায় তাঁদের সঙ্গে ব্যবহার ভালো করেন না। 

জাকির আরও বলেন, ‘আর আমি দুলাল মেম্বরকে মারি নাই। সে নিজেই আমার ওপর হামলা চালিয়েছে। আমি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ