Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

বরিশালে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। তার মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরিশাল ও ভোলায় দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৮ ভাগ।

সর্বাধিক ২২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৮২ ভাগ। ঝালকাঠিতে সর্বনিম্ন ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১০৪ জনের। জেলাতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ ভাগ। 

শনাক্তের হার সবচেয়ে বেশি ভোলা জেলাতে ৩৩ দশমিক ৭৮ ভাগ। জেলায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০০ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৩৯০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ ভাগ। 

বরগুনা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ৩৪ এবং ২১ দশমিক ০৯ ভাগ। বরগুনাতে ২১২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন এবং পিরোজপুরে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে। 

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৫৭ জন। 

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী