হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর রাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সুজন মল্লিক (২৪) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা কুমির মারা চর এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সদর থানার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সুজন বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, গত শুক্রবার রাত ৯টার দিকে একই ইউনিয়নে মো. রাসেল মিয়ার মালিকানাধীন এমভি মা ফাতেমা ট্রলারে করে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। রাত ১টার দিকে জাল ফেলার সময় সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই পথে খুঁজতে খুঁজতে ফের জেলেরা এলাকায় ফিরে আসেন। 

পরে নিখোঁজ হওয়ার তিন দিন সোমবার রাতে বরগুনা থানার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা কুমির মারা চর এলাকায় সুজনের ভাসতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান। এর পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

ট্রলারের মাঝি হেমায়েত উদ্দীন বলেন, রাত একটার দিকে সাগরের মৌডুবি বয়ার কাছে জাল ফেলার প্রস্তুতি নিতে গিয়ে সব জেলেদের একত্র করা হয়। এ সময় সুজনকে পাওয়া যাচ্ছিলনা। আমাদের ধারণা সুজন মাদক সেবন করে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে গিয়েছিল। তাঁর জামার পকেটে গাঁজা পাওয়া গেছে। 

ওসি আলী আহম্মেদ বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ