পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মারা গেছেন। আজ বুধবার সকালে ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে আশুতোষ ব্যাপারীর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ ব্যাপারীর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বোন রেখা ব্যাপারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে আশুতোষ ব্যাপারী কয়েক দিন ধরে ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।