হোম > সারা দেশ > বরিশাল

ধান কাটা আর হলো না কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে খেতের ধান কাটতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা কামরুলকে মৃত অবস্থায় উদ্ধার করি। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ভোরে তাঁর স্বামী কামরুল খেতের ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাঁর ভাগনে আবুল বাশার গাজীর মাধ্যমে জানতে পারেন তিনি গাড়ির চাপায় মারা গেছেন।

নিহতের ভাগনে আবুল বাশার গাজী জানান, আজ সকালে কামরুল স্থানীয় বৈবুনিয়া মাঠে ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজসংলগ্ন এলাকায় পাটগাতীগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন