হোম > সারা দেশ > পিরোজপুর

ধান কাটা আর হলো না কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে খেতের ধান কাটতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা কামরুলকে মৃত অবস্থায় উদ্ধার করি। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ভোরে তাঁর স্বামী কামরুল খেতের ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাঁর ভাগনে আবুল বাশার গাজীর মাধ্যমে জানতে পারেন তিনি গাড়ির চাপায় মারা গেছেন।

নিহতের ভাগনে আবুল বাশার গাজী জানান, আজ সকালে কামরুল স্থানীয় বৈবুনিয়া মাঠে ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজসংলগ্ন এলাকায় পাটগাতীগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ