বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কারফা গ্রামের বুদ্ধিশ্বর হালদারের ছেলে শ্যামল হালদার (২৬) ও দক্ষিণ শিহিপাশা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার (২৪)।
জানা গেছে, আজ সকালে উপজেলার আগৈলঝাড়া-সাতলা সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।