হোম > সারা দেশ > পিরোজপুর

স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র সন্তানসহ গৃহবধূর ‘বিষপানে আত্মহত্যা’

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র ছেলেসন্তানকে বিষপান করিয়ে গৃহবধূ নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে এবং বরিশাল নেওয়ার পথে রাতে গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোজিনা বেগম (৩৫) স্থানীয় রুবেল হোসেনের স্ত্রী এবং মৃত ফয়সাল ইসলাম হৃদয় (৮) তাঁদের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন পেশায় একজন অটোরিকশাচালক। তিনি দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে কলহ চলছিল। গতকাল বুধবার বিকেলে এ নিয়ে ঝগড়া হলে ছেলে হৃদয় প্রাইভেট পড়ে ফেরার পর রোজিনা প্রথমে দুধে বিষ মিশিয়ে ছেলেকে পান করান। পরে নিজেও ওই দুধ পান করেন। বুঝতে পেরে হৃদয় বাইরে গিয়ে প্রতিবেশীদের জানায়।

প্রতিবেশীরা দুজনকেই মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে রোজিনার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাকিবুর রহমান সাগর বলেন, হৃদয় নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির মা রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ বিল্লাহ বলেন, বিষপানে ছেলের মৃত্যুর পর বরিশাল নেওয়ার পথে মায়েরও মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ