হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, শাহনাজ পারভীনের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর দুটি সন্তান কলাপাড়া সদরে থাকে। বাড়িতে তিনি একাই ছিলেন। গভীর রাতে ঘরের পেছনের বেড়া কেটে ভেতরে ঢুকে হাত-পা বেঁধে হত্যার পর ডাকাতি করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পারভীনের দেবর শাহআলম গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তাঁর ভাবিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। এ সময় স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটি ডাকাতি, নাকি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল বারের নির্বাচন বয়কট আওয়ামী ও বামপন্থী আইনজীবীদের

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি, ‘ইতিবাচক’ বললেন স্থানীয়রা

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

সেকশন