Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালে আগামীকাল রোববার বিএনপির বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা সফল করতে বরিশালে কয়েক দিন ধরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, বিভাগীয় এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিসহ বরিশালের বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক নির্দেশনা দেবেন। দলীয় কোন্দল কাটিয়ে উঠে নির্বাচনী প্রস্তুতি নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য বলে বিএনপি নেতারা জানান।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি ও জনসম্পৃক্ত সাংগঠনিক বিভাগীয় কর্মশালা হবে রোববার। নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মশালায় বরিশাল বিভাগের বিএনপির প্রতিটি ইউনিটের সুপার ফাইভ নেতা এবং অঙ্গ সংগঠনের সুপার ফাইভ অংশগ্রহণ করবেন।

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা