হোম > সারা দেশ > বরিশাল

নৌকাকে পরাজিত করে হাতপাখার জয়

তালতলী (বরগুনা) প্রতিনিধি

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউপিতে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও নৌকা প্রতীকের প্রার্থী।

আজ বৃহস্পতিবার শারিকখালী ইউপির নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে হাতপাখার বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল।

মোস্তফা কামাল বলেন, ফারুক খান হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৭৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন আনারস প্রতীকে ১ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন। এরপর নৌকার প্রার্থী আবুল বাসার তালুকদার ১ হাজার ৪৪০টি ভোট পেয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ৭ হাজার ৭৯৮ জন। ভোট সংগ্রহ হয়েছে ৬ হাজার ৩৮২টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।

আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের তালতলী উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন বলেন, ‘জেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ী হলেন শারিকখালী ইউপির প্রার্থী মো. ফারুক খান।’

নাম প্রকাশে অনিচ্ছুক শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আবুল বাসার তালুকদার চেয়ারম্যান হিসেবে গত পাঁচটি বছর দলের কোনো লোককে মূল্যায়ন করেননি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁর পরাজয় হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, বিএনপির এক নেতাও প্রার্থী ছিলেন, তাঁরা একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকার প্রার্থীকে হারাতে। এ জন্যই নৌকার পরাজয় হয়েছে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন