বরগুনার বেতাগীতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর বাজারে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও খাবার দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। অভিযানে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর উপস্থিত ছিলেন। এ সময় বেতাগী থানা-পুলিশ তাদের সহযোগিতা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শনে যাই। এর মধ্যে কিছু ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ কাগজপত্র ছিলো না। এ ছাড়া মাইনর কিছু বিচ্যুতি ছিল যার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।’
ইউএনও ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।