হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়: এক সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অব্যাহতি দেওয়া সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার ক্ষমতা উপাচার্য রাখেন না, এটি আইনবহির্ভূত।

বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আপনি (অধ্যাপক মোহাসীন) ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য এবং একাডেমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এরপরও গত ৭ অক্টোবর আপনাকে ওই পদে পুনর্বহাল করা হয়। গত ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় উপস্থিত না হয়ে বরং তা বয়কট করেছেন। ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। উপাচার্যকে পতিত সরকারের দোসর বলে মন্তব্যও করেছেন। অথচ পুলিশ ভেরিফিকেশনে আপনাকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করা হয়েছে।’

তবে অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। এই ফোরাম থেকে অব্যাহতি দেবে একমাত্র একাডেমিক কাউন্সিল। যেহেতু একাডেমিক কাউন্সিলে এ বিষয়টি তোলেইনি, সেহেতু এটি আইনবহির্ভূত। উপাচার্য এককভাবে সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি দিতে পারেন না।

এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে কল করা হলেও তিনি ধরেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে অধ্যাপক মোহাসীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ