ঢাকার একটি বেসরকারি কলেজের ছাত্র আব্দুল্লাহ আল সোহানকে হত্যার অভিযোগ এনে জড়িতদের শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন ও শোক র্যালি হয়েছে। আজ সোমবার বাউফল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন হয় । পরে শোক র্যালি করেন বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
নিহতের বন্ধু ইব্রাহিম খলিল বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বাসা থেকে ২৮ মার্চ সোহানকে তাঁর শ্বশুরবাড়ির বাড়িওয়ালাসহ সহযোগিরা হত্যা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করলে ওই বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শিক্ষার্থী উদয় শংকরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাফিন ইমতিয়াজ লিয়ন, সজিব খান, স্বপন, সাগর, সাব্বির ও রাফি প্রমুখ।