এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে।
বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।
এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।