Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।

গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে। 

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করায় বরিশাল নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাসবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।

বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।

এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়