হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।

গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে। 

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।

বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।

এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ