হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে জমে পানি, পাঠদান ব্যাহত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বৃষ্টি হলেই চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ব্যাহত হয় পাঠদান। আজ বুধবার সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাঠদান করতে পারেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের বই–খাতা ও ব্যাগ ভিজে একাকার হয়ে গেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ১৯৯৮-৯৯ অর্থবছরে বিদ্যালয়টির দুটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের দিকে বর্ষায় টিনের চালা দিয়ে পানি পড়া শুরু হলে উপজেলা প্রশাসন কয়েকটি টিন পরিবর্তন করে দেয়। এরপরে এক যুগ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়নি। 

তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরোনো টিনের চালা দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায়। প্রশাসনিক কক্ষে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পুরোনো ভবনগুলো ভেঙে পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন। 

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আছিয়া আক্তার বলে, বর্ষা শুরু হলেই বিদ্যালয়ে ক্লাস করতে ভয় করে। বেঞ্চ ভিজে যাওয়ায় অনেক কষ্ট করে শ্রেণিকক্ষে বসতে হয়। বৃষ্টিতে বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো কোনো ক্লাসই করা যায় না। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমস্যার বিষয়টি অবহিত করেছেন। টিনের চালা দ্রুত সংস্কার করার পাশাপাশি নতুন পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।’

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন